আপনারা অনেকেই জানতে চেয়েছেন ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া এর খেলা কবে, কোথায় এবং কখন?
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া খেলা কবে?
১ম রাউন্ড শেষ করে এবার দ্বিতীয় রাউন্ডের পালা। ২য় রাউন্ডে ব্রাজিলের সাথে খেলবে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল।
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া খেলার সময় হলো – Tuesday, December 06 – 1:00 PM. অর্থাৎ ডিসেম্বরের ৬ তারিখ, রোজ: মঙ্গলবার, রাত ১ টায়।
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া খেলা কোন স্টেডিয়ামে হবে?
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া খেলা কাতারের স্টেডিয়াম 974 – রাস আবু আউদ। উপরে স্টেডিয়ামটির ছবি দেখতে পাচ্ছেন। এটাই হলো Stadium 974 – Ras Abu Aboud.
প্রতিনিয়ত বিশ্বকাপ খেলার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারে।
এছাড়াও আমাদের গুগল নিউজ ফলো করতে পারেন।