আজকে আমরা জানবো – মিথোজীবী কাকে বলে, মিথোজীবীতা কি, মিথোজীবী ব্যাকটেরিয়া কাকে বলে , মিথোজীবী উদ্ভিদ কাকে বলে, একটি মিথোজীবী উদ্ভিদের নাম, মিথোজীবী প্রাণীর উদাহরণ ইত্যাদি।
মিথোজীবী কাকে বলে?
যখন কোনো জীব পুষ্টি, নিরাপত্তা, রোগ বা পরজীবির আক্রমন থেকে বাচার জন্য বা প্রজননের জন্য এক জীব অন্য কোনো জীবের সাহচর্যে জীবন ধারণ করে উভয়েই উপকৃত হয়, তখন তাকে মিথোজীবী বা সিমবায়োটিক (symbiotic) বলে। যেমন- লাইকেন (শৈবাল + ছত্রাক)।
মিথোজীবীতা কি?
দু’টি ভিন্ন প্রজাতির মিথোজীবী জীবের সহ-বস্থানের পদ্ধতিই হচ্ছে মিথোজীবীতা।
মিথোজীবী ব্যাকটেরিয়া কাকে বলে?
দুটি ব্যাকটেরিয়ার একত্রে সহ-বস্থানকেই মিথোজীবী ব্যাকটেরিয়া বলে। মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো – রাইজোবিয়াম।
মিথোজীবী উদ্ভিদ কাকে বলে?
আমরা আগেই জেনেছি মিথোজীবীর সংজ্ঞা। মিথোজীবী উদ্ভিদের উদাহরণ বলতে গেলে লাইকেনকে বলতে পারেন।
শৈবাল ও ছত্রাক একত্রে সহ-বস্থানে এসে লাইকেন নামক আরেকটি উদ্ভিদের জন্মদান করে।
গুগল নিউজকে ফলো করুন এবং বায়োলজি ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখুন।