নেট শেষ হলেও টাকা না কাটার টেকনিক
নেট শেষ হলেও টাকা না কাটার টেকনিক |
১.GP সিমের নেট শেষ হলেও টাকা কাটবে না তার জন্য ডায়াল করতে হবে*5000*55#
২.বাংলালিংক এর জন্য আপনার মোবাইল ফোন থেকে
*121*5*1# ডায়াল করে ২( Deactivate all services-excluding Internet) নাম্বার প্রেস করে দিন।
৩.রবির জন্য
প্রথমে রবি সিম থাকে ডায়াল করতে হবে *8444#
তারপর ৪ নাম্বার অপশন সিলেক্ট করতে হবে
শেষে ১ নাম্বার অপশন সিলেক্ট করতে হবে
Then you’re off Robi PPU block