ডিগ্রিতে পড়াশোনা করলে মান কেমন?

 ডিগ্রিতে পড়াশোনা করলে মান কেমন

ডিগ্রিতে পড়াশোনা করলে মান কেমন?
ডিগ্রিতে পড়াশোনা করলে মান কেমন?

মান দুইটাই সমান। অনার্স এ ৪+ মাস্টার্স ১ = ৫ বছর। ডিগ্রীতেও ৩+ প্রিলি আর মাস্টার্স ২= ৫ বছর। একই কস্ট করতে হয়। একি ভাবে এক্সাম দিতে হয়। একই রকম জব কোয়ালিফিকেইশন পাবে। ডিগ্রী তেও অনেকে ফেল করে। তবুও কিছু মানুষ মনে করে এটা কোনো পড়ালেখার মধ্যেই পড়ে না। এইটা তো পানির মতো সহজ। মূলত, অই কিছু মানুষই বাকি মানুষগুলার মনেও এই প্রশ্ন সুন্দর মতো ঢুকিয়ে দিয়েছে। ব্যাপার টা এমন না যে ডিগ্রীর মূল্য নাই, ব্যাপার টা হইছে এমন যে ডিগ্রীর মুল্য আসলে দেওয়া হয় না। এটাই সত্য। যারা বলতেছে যে, যারা ডিগ্রী পড়ে তারাও অনেকে এইটা প্রাউডলি বলতে চায় না। কারণ, এইটা বলার পরেই যেই রিয়েকশান টা সাধারণত আসে সেটা হলো, অহ তুমি ডিগ্রীতে পড়োওওওও!!  এই ফেইসটা সহ এই ডায়লগ টা আসে আরকি। 
এভাবে question করে শুধু শুধু পড়াশোনা কে ছোট করার কোন অর্থ দেখিনা। শিক্ষা কোন শেষ নাই, আর অনুন্নত মান কোন শিক্ষা নাই।হ্যা এটা বলতে পারেন, আপনি জব পাওয়া পসিবলিটি কওো টুকু পাবেন।শুরুতে বলি বাংলাদেশ শিক্ষা অবস্থা জঘন্য। কি শিক্ষা মান আর কি শিক্ষা মানুষ শিক্ষিত হচ্ছে তা আসলে বলা ভাবা মুশকিল। 
ডিগ্রি ও একটা বিভাগীয় পড়া।
মান অবশ্যই আছে তবে জবে বিষয়ে আপনাকে মাস্টার্সে জন্য অপেক্ষা করতে হবে।
এজন্য আপনাকে আরো দুটা বছর পড়তে হবে।আর অর্নাস করলে মনে করেন একটা জব পাওয়া সুযোগ আছে। এর কারনটা হলো গিয়ে ডিগ্রি আর অনার্স মোটামুটি অনেকাংশে একই,শুধু ডিগ্রি তিনবছর আর অর্নাস চারবছর, ডিগ্রি যে বাকি একটা বছর থাকবে সেটা মাস্টার্সে এসে দুই বছর করে পূরন করতে হবে আর অর্নাস করলে আপনাকে মাস্টার্স না করলেও হবে বা করলেও ভালো পরে সেটা এক বছরে ফিলআপ করে ফেলবেন।
ডিগ্রি হলো গিয়ে কোন বিভাগের পড়া না সবকিছু আছে একটা শাখা হিসেবে।আর অর্নাস হলো গিয়ে আপনি একটা বিভাগ পাবেন।যে এই বিষয়ে আপনি দহ্ম হতে পারবেন এবং আপনাকে ভবিষ্যৎ এই বিষয়ে জবে জন্য আবেদন করতে হবে।কিন্তু ডিগ্রি এটা নেই ডিগ্রি তে আপনি পড়াশোনা ঠিক মতো করতে পারলে ভালো রেজাল্ট করতে পারলে আপনি সব জায়গা আবেদন করতে পারবেন।হ্যা অবশ্যই স্নাতকওোর সন্মান পাবেন। 
তবে একটাই কথা বলবো যাই পড়েন না কেন বেসিক জ্ঞান আর কারিগরি শিক্ষা ছাড়া আপনার দাম কোথাও নেই।
আজকাল জবে বাজার হাহাকার আপনি একটা বিষয় দহ্ম হলে
 আপনাকে সেটার উপর সবাই গুরুত্ব দিবে নট অনলি ডিগ্রি করেছেন না অর্নাস।সো কোন কিছু তে এমন করে বলার দেখার কারন নেই।
পড়াশোনা টাকে পড়াশোনা হিসেবে নয় সমাজে সামনে মান সন্মান দেখানো জন্য নয় নিজে জীবনে কিছু করার জন্য করেন কাজে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x