সিত্রাং নামটি থাইল্যান্ড দিয়েছে। থাই ভাষায় এর উচ্চারণ ‘সি-তরাং’। সিত্রাং আসলে থাইল্যান্ডের বাসিন্দাদের একটি পদবি। তবে ভিয়েতনামি ভাষায় এর অর্থ পাতা। ২০২০ সালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আবহাওয়া দপ্তর মোট ১৬৯টি
নাম প্রস্তাব করে। এবারে এসেছে থাইল্যান্ডের দেওয়া এই নাম।
ঘূর্ণিঝড় সিত্রাং শব্দের অর্থ কি ? এমন প্রশ্ন অনেকের। জানা গিয়েছে, ট্রপিকাল সাইক্লোনের আনুষ্ঠানিক নামকরণের তালিকায় এবার পালা পড়েছিল থাইল্যান্ডের। সেই দেশ ঘূর্ণিঝড়ের নাম রেখেছে সিত্রাং (Cyclore sitrang)। ভিয়েতনামিজ ভাষায় এর অর্থ ‘পাতা